নেতানিয়াহুর উইকিপিডিয়া পৃষ্ঠায় ফিলিস্তিনি পতাকা!

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলা লড়াই তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 09:19 AM
Updated : 23 July 2014, 09:19 AM

বিশ্বকোষ উইকিপিডিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জীবনীভিত্তিক তথ্যপাতা কিছুক্ষণের জন্য বিশাল একটি ফিলিস্তিনি পতাকায় ঢেকে গিয়েছিল।

মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক দর্শণার্থী নেতানিয়াহুর পাতার জায়গায় প্রায় এক ঘন্টা ধরে ফিলিস্তিনি পতাকাটি লক্ষ করেন।

ঘন্টা খানেক এ অবস্থা চলার পর পাতাটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায় বলে টাইমস অনলাইন জানিয়েছে।

সবার সম্মিলিত পরিবর্ধনের ভিত্তিতেই উইকিপিডিয়া কাজ করে, তাই প্রায় যে কেউ উইকিপিডিয়ার পাতায় পরিবর্তন ঘটাতে পারেন। কিন্তু প্রতি পাতার পরিবর্তন রেকর্ড করা হয় আর যে কোনো পরিবর্তন দ্রুত আগের সংস্করণে ফিরিয়ে আনা বা পরিবর্ধন করা যায়।

প্রায় তিন সপ্তা আগে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলতি লড়াইটি শুরু হয়েছিল। গত সপ্তাহে গাজা দখল করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু। তারপর থেকে উভয়পক্ষে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।