ইসরায়েল পক্ষে নিহত দুই সেনা যুক্তরাষ্ট্রের নাগরিক

গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে রোববার যে ১৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক।

>>রয়টার্স
Published : 21 July 2014, 04:55 AM
Updated : 21 July 2014, 04:55 AM

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।

গাজায় ইসরায়েলি অভিযানের সবচেয়ে প্রাণক্ষয়ী দিন ছিল রোববার। এদিন ইসরায়েলের পক্ষে ১৩ সেনা ও ফিলিস্তিনি পক্ষে প্রায় ১০০ জন নিহত হন।

গ্রেটার লসএঞ্জেলস এর ইহুদি ফেডারেশন এক ইমেইল বার্তায় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন হচ্ছেন ক্যালিফোর্নিয়ার সান ফেরনান্ডো ভ্যালির বাসিন্দা ম্যাক্স স্টেইনবার্গ। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি বিগ্রেডের একজন স্নাইপার সেনা ছিলেন।

আর নিহত অপরজন টেক্সাসের সাউথ পাদ্রে আইল্যান্ডের নিসিম সিয়ান কার্মেলি, তিনিও গোলান বিগ্রেডের হয়েই লড়ছিলেন বলে হিউস্টন ক্রনিকল জানিয়েছে।

উভয়ের মৃত্যু নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয়েই যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।

কার্মেলিদের ব্যবসা প্রতিষ্ঠানে ফোন করা হলে এক নারী জানান, রোববার রাতেই কার্মেলির বাবা-মা ইসরায়েলের পথে রওয়ানা হয়ে গেছেন।

নিহত এ দুজন রোববার গাজা সিটির পূর্বে শেজায়ার কাছে লড়াই করার সময় নিহত হন।

এ দিন শেজায়ায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হন।