ভ্যাঙ্কুভারে ৬.৬ মাত্রার ভূমিকম্প

ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভার দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের ডজনেরও বেশি শহরে শত শত মানুষ এই কম্পন অনুভব করতে পেরেছে।

>>রয়টার্স
Published : 24 April 2014, 09:00 AM
Updated : 24 April 2014, 09:00 AM

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংখ্যা এ তথ্য জানিয়েছে।

তবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল কানাডার পোর্ট হার্ডি থেকে সাড়ে ৫৮ মাইল দক্ষিণে ভূপৃষ্ঠ থেকে ৭.১ মাইল গভীরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভ্যাঙ্কুভার ও সিয়াটলসহ ডজনেরও বেশি শহরের প্রায় ৮শ’ মানুষ ভূমিকম্পনটি টের পেয়েছেন বলে তাদের জানিয়েছে।

মূল ভূমিকম্পের পর ৫ ও ৪ দশকিম ২ মাত্রার দুটি পরাঘাতও অনুভূত হয়েছে।