হিজড়াদের লিঙ্গ স্বীকৃতি দিল ভারত

অবশেষে হিজড়াদেরকে ‘তৃতীয় লিঙ্গের’ মর্যাদা দিয়ে রায় দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 04:20 PM
Updated : 15 April 2014, 04:20 PM

শারিরীক গঠনের দিক থেকে যারা পুরোপুরি নারীও নয় আবার পুরুষও নয়; ভারতের এমন নাগরিকদের পরিচয় নির্ধারণে মঙ্গলবার আদালতের এক রায়ে বলা হয়, “নিজের পছন্দ মতো লৈঙ্গিক পরিচয় নির্ধারণ করার অধিকার প্রতিটি মানুষের আছে”।

এক হিসাবমতে, ভারতে অন্তত ২০ লাখ হিজড়া রয়েছে। হিজড়াদের অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, লৈঙ্গিক পরিচয় না থাকার কারণে ওই গোষ্ঠীটি কার্যত সমাজচ্যুত।

একই কারণে দারিদ্রের মধ্য দিয়ে দিনাতিপাত করা এই গোষ্ঠীটি গান গেয়ে, ভিক্ষাবৃত্তি করে অথবা পতিতাবৃত্তি করে জীবন নির্বাহ করে থাকে।

অধিকার সংগঠনগুলোর ভাষ্য, ভারতে হিজড়া সম্প্রদায় ব্যাপক বৈষম্যের শিকার। জরুরি চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে গেলে অনেক সময় তাদের ভর্তি করা হয় না।

অনেক ক্ষেত্রে তাদেরকে পরিচয় দেয়ার জন্য নারী অথবা পুরুষ এর কোনো একটি লিঙ্গকে বেছে নিতে বাধ্য করা হয়।

বিচারক কেএস রাধাকৃষ্ণ তার রায়ে বলেন, “হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ হিবেসে স্বীকৃতি দেয়া সামাজিক কিংবা চিকিৎসাবিদ্যা সম্পর্কীয় নয় বরং এটি তাদের অধিকার”।