ভার্জিনিয়ায় পানি দূষণ, দুর্ভোগে ৩ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় রাসায়নিক পদার্থ মিশে নদীর পানি দূষণে দুর্ভোগে পড়েছে অন্তত ৩ লাখ মানুষ। গত কয়েকদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে দিন কাটাচ্ছে তারা।

>>রয়টার্স
Published : 13 Jan 2014, 03:17 PM
Updated : 13 Jan 2014, 03:17 PM

গত বৃহস্পতিবার থেকে দূষিত পানি রান্না, খাওয়া ও গোসলের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। রাসায়নিক মিশ্রণে দূষিত হয়ে পড়েছে রাজ্যের রাজধানী চার্লেস্টোনের কাছে অবস্থিত ইল্ক নদীর পানি। রাসায়নিকের মাত্রা কমতে থাকলেও পানি এখনো দূষণমুক্ত নয়।

শিল্পকারখানার ৫ হাজার গ্যালন রাসায়নিক ৪-ম্যাথলসাইক্লোহেক্সেন ম্যাথানল বা অশোধিত এমসিএইচএম নদীর পানিতে মিশেছে বলে সিএনএন কে জানিয়েছেন রাজ্য গভর্নর আর্ল রে টমব্লিন।

এ দূষণের প্রভাব পড়েছে রাজ্যের অধিবাসীদের ওপর। পানি ব্যবহারে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভার্জিনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বন্ধ হয়ে গেছে রাজ্যের নয়টি এলাকার স্কুল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান।

গত শুক্রবার ৯ টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে টম্বলিন বলেছেন, প্রতি ঘন্টায় পানি পরীক্ষা করে দেখা যাচ্ছে যে, রাসায়নিকের মাত্রা কমছে।

তবে পানি পুরোপুরি দূষণমুক্ত হয়ে ব্যবহারোপযোগী হতে কত সময় লাগবে তা জানাতে পারেননি তিনি।