সুমাত্রা উপকূলে বড় ধরনের ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

>>রয়টার্স
Published : 1 Dec 2013, 08:24 AM
Updated : 1 Dec 2013, 08:25 AM

রোববার অনুভূত হওয়া এ ভূমিকম্পটি বড় ধরনের হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিবোলগা টাউনের ১শ’ ৬২ কিলোমিটার পশ্চিমে ভারত মহাসাগরে বলে জানিয়েছে।

ভূমিকম্পটির উপকেন্দ্র ভারত মহাসগারে হলেও তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জরি করা হয়নি।

সুমাত্রার পশ্চিম উপকূলের ভারত মহাসাগরের তলদেশ বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। এলাকাটিতে বেশ কয়েকটি ভূতাত্ত্বিক প্লেটের সীমান হওয়ায় এখানে প্রায়ই বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে।