প্রথম রাজ অতিথির জন্ম দিতে হাসপাতালে ভর্তি রয়েছেন ব্রিটিশ যুবরাজ উইলিয়ামের স্ত্রী কেইট মিডলটন।
Published : 22 Jul 2013, 07:35 PM
সোমবার প্রসব বেদনা নিয়ে কেট লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে ভর্তির পর থেকেই যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী সবাই অধীর হয়ে আছে নতুন শিশুর আগমনের খবরটির জন্য।
হাজার হাজার ভক্ত ও বিশ্বের গণমাধ্যমগুলোর মতো একইভাবে নিজের সন্তানের আগমনের অপেক্ষায় আছেন প্রিন্স উইলিয়াম।
তবে প্রথমেই কেউ সরাসরি নতুন অতিথির আগমনের খবরটি জানতে পারবেন না। অবশ্য ডাক্তার ও হাসপাতালে অবস্থানরত রাজপরিবারের সদস্যদের গতিবিধি দেখেই সেটি আঁচ করে নেয়া যাবে।
নবজাতকের আগমনের খবরের একটি লিখিত মেডিকেল বুলেটিন নিয়ে সেইন্ট মেরি হাসপাতালের মূল প্রবেশ পথের বাইরে আসবেন এক রাজ উপদেষ্টা। অপেক্ষমান ভক্তরা তখনই বুঝতে পারবেন কিছু একটা ঘটেছে। সেখান থেকে পুলিশ বেষ্টিত হয়ে গাড়িতে করে ওই উপদেষ্টা সোজা চলে যাবেন বাকিংহ্যাম প্যালেসে।