মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা সেই নারী

বিশ্বের ‘সবচেয়ে মোটা নারী’র খেতাব পাওয়া মিশরের সেই ইমান আহমেদ আবদুলাতি মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 12:23 PM
Updated : 25 Sept 2017, 01:40 PM

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নানা শারিরীক জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে।

অস্ত্রোপচারের মাধ্যমে ওজন কমানোর (ব্যারিয়াট্রিক সার্জারি) চিকিৎসা নিতে এ বছরের শুরু দিকে ভারতে গিয়েছিলেন ইমান। ওই সময় ইমানের ওজন প্রায় ৫০৮ কেজি ছিল।

ভারতের মুম্বাইয়ে চিকিৎসানেওয়ার তিন সপ্তাহের মধ্যে প্রায় ১০৮ কেজি ওজন কমে তার ওজন দাঁড়িয়েছিল ৩৮০ কেজিতে। ২৫ বছর পর উঠে বসতে পেরেছিলেন তিনি। এরপর ইমান আবুধাবিতে যান।

 গত মে মাসে তাকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী,  চিকিৎসকরা ইমানের শরীর থেকে প্রায় ৩০০ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তার অন্যান্য শারীরিক জটিলতা ছিল, যে কারণে তার মৃত্যু হয়।

হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ৩৭ বছরের ইমান হৃদরোগে ভুগছিলেন। তার কিডনিও ঠিকমত কাজ করছিল না।

“আমরা তার জন্য প্রার্থনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”