ওজন কমল ১০৮ কেজি, ২৫ বছর পর উঠে বসলেন ইমান

বিশ্বের সবচেয়ে মোটা নারী মিশরের ইমান আহমেদ আবদুলাতি মুম্বাইয়ে চিকিৎসা নিতে যাওয়ার পর তিন সপ্তাহে তার ওজন কমেছে ১০৮ কেজি। ফলে ২৫ বছর পর এই প্রথম তিনি উঠে বসতে পেরেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 03:39 PM
Updated : 7 March 2017, 03:39 PM

এখন ৩৬ বছর বয়সী ইমানের ওজন ৩৮০ কেজি। শিগগিরই তিনি দাঁড়াতেও পারবেন বলে আশাবাদী চিকিৎসকরা ।

ওজন কমানোর অস্ত্রোপচার  (ব্যারিয়াট্রিক সার্জারি) করাতে সম্প্রতি ভারতে যান ইমান। সার্জন ডা. মোফাজ্জল  লাকদাওয়ালা ইমানের চিকিৎসা করছেন।

তিনি বলেন, “আমরা ভেবেছিলাম ২৫ দিনে তিনি হয়তো সর্বোচ্চ ৫০ কেজি ওজন কমাতে পারবেন। কিন্তু অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম, তিনি ১০০ কেজির বেশি ওজন কমাতে পেরেছেন।”

ইমান বর্তমানে শুধু তরল খাবার খাচ্ছেন এবং তাকে নিয়মিত ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।

কবে নাগাদ তার অস্ত্রোপচার হবে এমন প্রশ্নের জবাবে ডা. লাকদাওয়ালা বলেন, “খুব শিগগিরই এটি হবে।”

“আগে আমরা ওষুধের মাধ্যমে তার ওজন যত বেশি সম্ভব কামানোর চেষ্টা করছি। কিন্তু ওষুধে তার ওজন আর কমবে না। তাই এখন শুধুমাত্র অস্ত্রোপচার করেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।”

ইমানের অস্ত্রোপচারের জন্য এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ৬০ লাখ রুপি সংগ্রহ করতে পেরেছে বলে জানিয়েছে এনডিটিভি।