বিশ্বের মোটা নারী ইমানের অস্ত্রোপচার সম্পন্ন

অবশেষে ওজন কমানোর অস্ত্রোপচার করা হল বিশ্বের সবচেয়ে মোটা ৫০০ কেজি ওজনের সেই মিশরীয় নারী ইমান আহমেদ আবদুলাতির।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 03:59 PM
Updated : 9 March 2017, 03:59 PM

ভারতের মুম্বাইয়ে সাইফি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালের মুখপাত্র বলেন, জানুয়ারি মাসে ভারতে যাওয়ার পর তিন সপ্তাহেই ইমানের ওজন ১০০ কেজির বেশি কমে যায়।  সামনের মাসগুলোতে তার ওজন আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মুম্বাইয়ের চিকিৎসক মুফাজ্জল লকদাওয়ালার নেতৃত্বে ডাক্তারদের একটি টিম ইমানের বারিয়াট্রিক সার্জারি করেন। যাকে বলা হয় ওজন কমানোর অস্ত্রোপচার।

এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, “ আমরা ইমানকে আরও অনেকটা ঠিক করার চেষ্টা করছি। যাতে যত দ্রুত সম্ভব চিকিৎসা শেষে সে মিশরে ফিরে যেতে পারে।”

ইমানের পরিবার বলছে, শয্যাশায়ী ইমান গত ২৫ বছরে বাড়ি থেকে বের হননি।

 ১১ বছর বয়স থেকে তার শরীরের ওজন অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। যার কারণে ছোটবেলা থেকেই তিনি হাঁটতে পারতেন না। ভারতে গিয়ে প্রাথমিক চিকিৎসায় ওজন কমার পর ২৫ বছর পর তিনি উঠে বসতে সক্ষম হন।