হিলারির পিঠে গল্ফ বল মারলেন ট্রাম্প!

সজোরে গল্ফ বল মারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর   সেই বল গিয়ে লাগল তার সাবেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের পিঠে। সে সময় বিমানে উঠছিলেন হিলারি। বল পিঠে লাগায় টলমলো হয়ে পড়ে গেলেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 05:54 PM
Updated : 18 Sept 2017, 05:54 PM

টুইটারে সম্পাদনা করে তৈরি করা এরকম একটি ভিডিও রোববার রিটুইট করে আবারও সমালোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প।

২০১১ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা হিলারি উড়োজাহাজে ওঠার সময় হঠাৎ করেই কিছুর সঙ্গে বেধে পড়ে গিয়েছিলেন।

ওই ভিডিও’র সঙ্গে ট্রাম্পের গল্ফ খেলার ভিডিও জুড়ে দিয়ে নতুন জিআইএফ ফরম্যাটের (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরমেট) ভিডিওটি বানানো হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

সামাজিক মাধ্যমে এর আগেও বিতর্ক তৈরি করা ট্রাম্প অভ্যাসবশতই ফের এমন টুইট করলেন।

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ পদে জেনারেল জন কেলির নিয়োগের মেয়াদ এখনও দুই মাস না পেরোতেই একাজ করলেন তিনি।

কেলি প্রেসিডেন্ট ট্রাম্পকে টুইট করতে বাধা না দিলেও অন্তত বিতর্ক এড়ানোর জন্য সামাজিক মাধ্যমে কিছু প্রকাশের আগে ট্রাম্প তা দেখিয়ে নেবেন এমন প্রতিশ্রুতি আদায় করেছিলেন।

হিলারিকে নিয়ে ট্রাম্পের নতুন ওই টুইট সম্পর্কে কেলি জানেন কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউজ কর্তৃপক্ষ। হিলারির মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।