নওয়াজ শরীফের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজের শরীরে ক্যান্সার ধরা পড়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 05:55 AM
Updated : 24 August 2017, 05:56 AM

চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর আসে বলে জানিয়েছে বিবিসি।

ক্যান্সার ধরা পড়ার পরপরই তার চিকিৎসা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন নওয়াজের কন্যা মরিয়ম নওয়াজ।

নওয়াজ পানামা কেলেঙ্কারি নিয়ে দায়ের করা মামলার শুনানিতে আদালত কর্তৃক অযোগ্য ঘোষিত হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ ও পার্লামেন্টের আসন থেকে পদত্যাগ করতে বাধ্য হন। তার সাবেক আসনের উপনির্বাচনে স্ত্রী কুলসুমের প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। আগামী মাসে ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার এক টুইটে মরিয়ম জানিয়েছেন, তার মা-র ঘাড়ের বাম পাশে ক্যান্সার ধরা পড়েছে।

“মার ঘাড়ের বাম পাশে লিম্ফোমা, লসিকা গ্রন্থির ক্যান্সার, ধরা পড়েছে। তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা শুরু করা হয়েছে,” বলেছেন তিনি। 

আরেক টুইটে তিনি জানিয়েছেন, প্রথমাবস্থায় ধরা পড়ায় তার মা রোগমুক্ত হবেন বলে আশাবাদী চিকিৎসকরা।  

লসিকানালীর ক্যান্সারকে লিম্ফোমা বলা হয়। অস্থিমজ্জা বা লসিকা গ্রন্থির টিস্যুগুলোতে টিউমার সৃষ্টি হলে এই ক্যান্সার হয়। 

এর আগের প্রতিবেদনগুলোতে কুলসুম নওয়াজের গলায় ক্যান্সার হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছিল।

এখন মরিয়মই মার পক্ষ হয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাবেন বলে ধারণা করা হচ্ছে।

পানামা পেপার্স কেলেঙ্কারিতে শরীফ পরিবারের নাম এসেছে। পানামার আইনি প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া নথিপত্রে দেখা গেছে, নওয়াজ শরীফের ছেলেমেয়েদের নামে অফশোর কোম্পানি আছে এবং লন্ডনে ওই কোম্পানির সম্পত্তি আছে।