অস্ট্রিয়ায় ঝড়ে মৃত ২, আহত ৪০ 

তীব্র ঝড়ে অস্ট্রিয়ায় একটি বিয়ারের তাঁবু ছিন্নভিন্ন হয়ে দুইজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 19 August 2017, 11:17 AM
Updated : 19 August 2017, 11:17 AM

শুক্রবার রাতে অস্ট্রিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 

ওইদিন সলজবার্গের নিকটবর্তী সেন্ট যোহান অ্যাম ওয়ালদেতে স্থানীয় স্বেচ্ছাসেবক দমকল বিভাগের উৎসব উপলক্ষ্যে একটি তাঁবু টাঙানো হয়, রাত সাড়ে ৮টার দিকে যখন ঝড় শুরু হয় তখন তাঁবুটিতে প্রায় ৭০০ লোক ছিল।

অস্ট্রীয় প্রেস এজেন্সি জানিয়েছে, ঝড়ে প্রায় ২০ বছর বয়সী এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন।

আহতদের মধ্যে ১০ জনের আঘাত গুরুতর বলে গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনার পর প্রায় দেড়শ উদ্ধারকারী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ঝড়ের পর বড় একটি এলাকায় তাঁবুর ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল।