দক্ষিণ এশিয়ায় বন্যায় ১ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

দক্ষিণ এশিয়াজুড়ে বন্যায় নেপাল, ভারত ও বাংলাদেশ মিলিয়ে ১ কোটি ৬০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 05:07 PM
Updated : 18 August 2017, 05:07 PM

রেডক্রস এবং রেড ক্রিসেন্ট শুক্রবার এ তথ্য জানিয়েছে।

তিনটি দেশে বন্যায় ৫শ মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে এবং পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে।

কয়েকবছরের মধ্যে এ অঞ্চলে এটিই সবচেয়ে মারাত্মক মানবিক সংকট বলে বর্ণনা করেছে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ।

দুর্গত মানুষদের খাদ্য সংকট দেখা দেওয়া এবং রোগবালাই ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রসের উপ আঞ্চলিক পরিচালক মার্টিন ফলার বলেছেন, বাংলাদেশ এবং নেপালের এক তৃতীয়াংশের বেশি এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।

ওদিকে, ভারতের উত্তরাঞ্চলে চারটি রাজ্যের প্রায় ১ কোটি ১০ লাখ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। দূষিত পানির কারণে নেপাল, বাংলাদেশ এবং ভারতজুড়ে লাখ লাখ মানুষ রোগাক্রান্ত হয়ে পড়া এবং খাদ্য সংকটের মুখে পড়ার ঝুঁকিতে আছে বলে জানান মার্টিন ফলার।

“চরম উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে” বলে জানিয়েছেন সেভ দ্য চিলড্রেনের পরিচালক মার্ক পিয়ার্স।