পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে রাজাকার নিহত

পাকিস্তানের বৃহত্তম নগরী করাচিতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে পুলিশের স্বেচ্ছাসেবী দল রাজাকারের এক সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 09:57 AM
Updated : 17 August 2017, 10:02 AM

বৃহস্পতিবার করাচির নর্দান বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) মালির রাও আনওয়ার, খবর ডনের।

তিনি জানান, পুলিশের পোশাক পরা ওই দুই রাজাকার বাইপাসের কাছে পুলিশের একটি চৌকির কাছে দাঁড়িয়েছিল, ওই সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। 

হামলার পরপরই দুই রাজাকারকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়, সেখানে একজন মারা যান। অপর রাজাকারের অবস্থাও সঙ্কটজনক বলে জানিয়েছেন এসএসপি আনওয়ার।

ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের ধরতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এবং ঘটনার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে করাচিতে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে।

গত সপ্তাহে করাচির আজিজাবাদে ট্র্যাফিক পুলিশের এক ডিএসপি ও তার গাড়িচালককে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা।

আনসারুল শরিয়া পাকিস্তান নামে নতুন এক সন্ত্রাসীগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।