হিমাচল প্রদেশে ভূমিধসে ৪৮ জনের মৃত্যু

ভারতের হিমাচল প্রদেশে বড় ধরনের এক ভূমিধসে সরকারি পরিবহন সংস্থার দুটি ‍যাত্রীবাহী বাস চাপা পড়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 08:54 AM
Updated : 14 August 2017, 05:36 AM

রোববার দিনের শুরুতে রাত ১২টা ২০ মিনিটে হিমাচলের মান্ডি জেলায় ভূমিধসের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস, এনডিটিভি।

বাসদুটিতে ৫০ জনেরও বেশি যাত্রী থাকায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। 

মধ্যরাতে প্রবল বৃষ্টির মধ্যে জেলার কোটপুরি গ্রামের কাছে মান্ডি-পাঠানকোট মহাসড়কের একটি খাবারের দোকানের সামনে দাঁড়িয়েছিল বাস দুটি, এ সময় ভূমিধসের ঘটনাটি ঘটে। 

এতে আরো কয়েকটি গাড়ি চাপা পড়ে থাকতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। 

৪৮টি লাশ উদ্ধার করার পর ২৩টি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

প্রায় ২৫০ মিটার জায়গাজুড়ে ভূমিধসের ঘটনাটি ঘটেছে। এতে কয়েকটি বাড়িসহ আরো দুটি গাড়িও চাপা পড়েছে। একটি অংশ ধসে পড়ায় মহাসড়কটি বন্ধ হয়ে গেছে। এতে ওই স্থানের দুই পাশে বহু যানবাহন আটকা পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরো ভূমিধসের আশঙ্কায় রোববার রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। সোমবার সকাল থেকে উদ্ধার অভিযান আবার শুরু করা হবে।

ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরিএফ), সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের নিয়ে গঠিত বাহিনী উদ্ধার কাজ পরিচালনা করছে। তারা পাহাড়ি খাদে ধসে পড়া মাটি ও বোল্ডারের নিচে চাপা পড়া বাসদুটি উদ্ধারের চেষ্টা করছে।

ঘটনাস্থল পরিদর্শন করে শেষ লাশটি না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যন্ত্রী বীরভদ্র সিং। রাজ্য সরকার আহতদের চিকিৎসার ব্যায়ভার বহন করবে বলে জানিয়েছেন তিনি।

নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।