নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া নতুন আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।

>>রয়টার্স
Published : 28 July 2017, 04:32 PM
Updated : 28 July 2017, 04:32 PM

শুক্রবার উত্তরাঞ্চলীয় জ্যাঙাং প্রদেশ থেকে রাতের দিকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি পূর্ব উপকূলীয় সাগরে খুব সম্ভবত জাপানের অর্থনৈতিক এলাকায় গিয়ে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি রাত ১১ টা ৪১ মিনিটের দিকে উৎক্ষেপণ করা হয়।

এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জাপানের চীফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদা সুগা বলেন,উত্তর কোরিয়ার ছোড়া এ ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪৫ মিনিটের পথ অতিক্রম করেছে।

এর আগে জুলাইয়ের শুরুর দিকে পিয়ংইয়ং প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালানোর দাবি করে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।

তবে এবারের ক্ষেপণাস্ত্রটি কত পাল্লার তা জানা যায়নি। এটি দেশটির ১৪ তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা বলে মনে করা হচ্ছে।

এর আগে উত্তর কোরিয়ার চালানো আইসিবিএম ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে বিতর্ক আছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, আইসিবিএম ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের আলাস্কা পর্যন্ত আঘাত হানতে সক্ষম।