মুম্বাই হামলায় দোষীসাব্যস্ত মুস্তফা দোসার মৃত্যু

ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালে চালানো ধারাবাহিক বোমা হামলার ঘটনায় দোষীসাব্যস্ত মুস্তফা দোসা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 01:12 PM
Updated : 28 June 2017, 01:14 PM

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার ভোরে বুকে প্রচণ্ড ব্যাথার কারণে মুস্তফাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়ছিল।

বিবিসি জানায়, মাত্র একদিন আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে তার মৃত্যুদণ্ডের আবেদন করেন।

আইনজীবীদের যুক্তি, মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারীদের অন্যতম মুস্তফা ফাঁসি কার্যকর হওয়া ইয়াকুব মেমনের চেয়েও বেশি মারাত্মক অপরাধী।

মুম্বাইয়ে অস্ত্র পরিবহন করে আনার অপরাধে মুস্তফা দোষী সাব্যস্ত হন। সংযুক্ত আরব আমিরাত থেকে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে ‍আনা হয়েছিল বলে জানায় এনডিটিভি।

১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ের (তখন বোম্বে নামে পরিচিত ছিল) শেয়ার বাজার, একটি জনপ্রিয় সিনেমা হল ও দুটি মার্কেটে সিরিজ বোমা হামলা চালানো হয়। যাতে অন্তত ২৫৭ জন নিহত হয় এবং ৭১৩ জন আহত হন।

এর কয়েক মাস আগে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গায় মুসলমানদের হত্যার প্রতিশোধ নিতেই ওই হামলা চালানো হয় বলে ধারণা পুলিশের।

মুম্বাইয়ে হামলা মামলায় মুস্তফা ছাড়াও আরও ছয় জনের বিরুদ্ধে আলাদা ভাবে মামলা হয়।

২০০৩ সাল থেকে ২০১০ সালের মধ্যে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়।

পরে আদালত ছয়জনকে ষড়যন্ত্র এবং হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং একজন খালাস পায়।

মামলাগুলোর দ্বিতীয় ধাপের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে টেররিস্ট অ্যান্ড ডিসরাপ্টিভ অ্যাকটিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট বা টাডা কোর্ট ১৬ জুন মুস্তফাকে দোষী সাব্যস্ত করে।

কিন্তু ওই সময় তার দণ্ড ঘোষণা করা হয়নি।

২০১৫ ‍সালের জুলাইয়ে ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইয়াকুবের ভাই ‘টাইগার’ মেমন এবং মাফিয়া ডন দাউদ ইব্রাহিম মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বলে পুলিশের ধারণা। এ দুইজন আরও কয়েক আসামিকে এখনও ধরতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।