পাকিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১১

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় চার ‍পুলিশসহ অন্তত ১১ জন নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 23 June 2017, 06:59 AM
Updated : 23 June 2017, 09:52 AM

স্থানীয় সরকারের মুখপাত্র আনোয়ার উল হক কাকার জানান, শুক্রবার সকালে কোয়েটা পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়ের কাছে এ হামলা হয়। চেকপোস্টে তল্লাশির জন্য গাড়িটি থামতে বলা হলে হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

“হতে পারে হামলাকারীর লক্ষ্য আইজি কার্যালয় ছিল, অথবা হয়তো কাছের সেনাঘাঁটি।”

বার্তা সংস্থা রয়টার্সে একটি ম্যাসেজ পাঠিয়ে পাকিস্তান তালেবান সংশ্লিষ্ট জামাত উর আহরার এ হামলার দায় স্বীকার করেছে।

…পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছবি: রয়টার্স

কোয়েটা সরকারি হাসপাতালে ১১টি মৃতদেহ আনা হয়েছে। আহত আরও ১৯ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে চার জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর আরও অন্তত নয় কর্মকর্তা আহত হয়েছেন বলেও নিশ্চিত করেন তারা।