ফোনে নজরদারির অভিযোগ অস্বীকার নিয়েতোর

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো তার সরকারের বিরুদ্ধে সাংবাদিক, আইনজীবী ও প্রচারকর্মীদের ফোন হ্যাক করে নজরদারির অভিযোগ অস্বীকার করেছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2017, 06:30 AM
Updated : 23 June 2017, 06:30 AM

বিবিসি জানায়, বৃহস্পতিবার জেলিস্কো রাজ্যে এক অনুষ্ঠানে নিয়েতো তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, যারা তার সরকারকে অভিযুক্ত করতে চাচ্ছেন তাদের উচিত আরও প্রমাণ হাজির করা।

"কোনো নাগরিকের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের যে কোনো পদক্ষেপকে এই সরকার সুনিশ্চিতভাবেই প্রত্যাখ্যান করবে।"

মঙ্গলবার সাংবাদিক, আইনজীবী ও প্রচারকর্মীদের নয়জন সরকারের বিরুদ্ধে ফোন হ্যাক করে নজরদারির অভিযোগ করেন।

সম্প্রতি মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, অপরাধী আর সন্ত্রাসীদের উপর নজর রাখতে যে স্পাইওয়্যার ব্যবহার করার কথা তা সাংবাদিক ও প্রচারকর্মীদের বিরুদ্ধে ব্যবহার করছে মেক্সিকো সরকার।

ওই প্রতিবেদন প্রকাশের পর মেক্সিকো সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছে বিবিসি।

বুধবার মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, তারা ভুয়া মেসেজ ও এনএসও-র স্পাইওয়্যার সরবরাহকারীদের নিয়ে তদন্ত শুরু করেছে।

আইনজীবী, সাংবাদিক ও প্রচারকর্মী যারা মেক্সিকোয় দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত কছেন তারাই মূলত সরকারের নজরদারির শিকার হয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়।

স্পাইওয়্যারের মাধ্যমে তাদের স্মার্টফোন ও কম্পিউটার থেকে করা  কল, ম্যাসেজ ও যোগাযোগের অন্যান্য মাধ্যমে অনুপ্রবেশ করা হয়।

পেগাসাস নামে ওই সফটওয়্যারটি ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপ মেক্সিকোর সরকারি সংস্থাগুলোর কাছে বিক্রি করেছে। যাদিও তাদের শর্ত ছিল, এটি শুধুই অপরাধী ও সন্ত্রাসীদের তদন্ত করতে ব্যবহার করা যাবে।

এই সফটওয়্যারটি স্মার্টফোনে প্রবেশ করে কল, টেক্সট ও অন্যান্য যোগাযোগ পর্যবেক্ষণ করতে পারে।

সেই সঙ্গে এটি কোনো ফোনের মাইক্রোফোন বা ক্যামেরা চালু করে দিতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের একটি ইন্টারনেট ওয়াচডগ প্রতিষ্ঠান মেক্সিকোর সাংবাদিক, আইনজীবী ও প্রচারকর্মীদের ফোনে অন্তত ৭৬টি ভুয়া মেসেজের সন্ধান পেয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে; যেগুলো এনএসও গ্রুপ পাঠিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।