ফিলিপিন্সে জঙ্গি বিরোধী অভিযান, ১৯ মৃতদেহ উদ্ধার

ফিলিপিন্সের মারাউইতে ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে চলমান সেনা অভিযানে অন্তত ১৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 04:07 PM
Updated : 28 May 2017, 04:07 PM

বিবিসি জানায়, জঙ্গিদের নিয়ন্ত্রণ থেকে মারাউইর মিন্দানাও দ্বীপ পুনরুদ্ধার করতে সেখানে গত সপ্তাহে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।

সপ্তাহের শেষ দিকে মিন্দানাও অগ্রসর হওয়ার পথে বেসামরিক নাগরিকদের মৃতদেহগুলো দেখতে পায় সেনা সদস্যরা। কয়েকটি মৃতদেহের হাত বাঁধা ছিল।

ফিলিপিন্সের চরমপন্থি জঙ্গিদল মাউতে গ্রুপের শক্তঘাঁটি মারাউই। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য স্বীকার করেছে মাউতে গ্রুপ।

ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত ফিলিপিন্সে কয়েক দশক ধরে ইসলামপন্থি জঙ্গিরা সক্রিয়। মিন্দানাও দ্বীপ মুসলিম অধ্যুষিত।

পাঁচ দিন আগে ফিলিপিন্সে আইএসর মূল নেতা বলে ধারণা করা ইসনিলন হাপিলনকে ধরতে ব্যর্থ হওয়ার পর মারাউইতে সেনা অভিযান শুরু হয় বলে জানায় বিবিসি।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মারাউই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে তাদের কিছুটা সময় লাগবে।