ভারতীয় নারীর ৫ দিনে দুইবার এভারেস্ট জয়ের রেকর্ড

ভারতের এক নারী পাঁচদিনের মধ্যে দুইবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে জয় করে বিশ্বরেকর্ড গড়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 04:20 PM
Updated : 22 May 2017, 04:20 PM

ভারতের অরুণাচল প্রদেশের ৩৭ বছর বয়সী এ নারীর নাম আনসু জানসেনপা। তিনি দুই সন্তানের মা। গত ১৬ ও ২১ মে দুইবার এভারেস্টের চুড়া জয় করেন তিনি।

নেপালের পর্যটন সংস্থার কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠা বিবিসি নেপালিকে একথা নিশ্চিত করে জানিয়েছেন।

বর্তমানের গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডটি এক নারীর সাতদিনে দুইবার এভারেস্টের চূড়ায় ওঠার রেকর্র্ড। আনসু এ রেকর্ড ভেঙেছেন।

এ সপ্তাহে এভারেস্টে উঠতে গিয়ে অন্তত তিন পর্বতারোহীর মৃত্যু হওয়ার পর আনসু জামসেনপার এভারেস্টে চড়ার খবর এল।

এবার নিয়ে দ্বিতীয়বার এভারেস্টের চূড়ায় দুবার উঠলেন আনসু। এর আগে ২০১১ সালে তিনি এভারেস্টে চড়েছিলেন। তবে সেবার ১০ দিনের ব্যবধানে চূড়ায় উঠেছিলেন তিনি।