আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে বোমা হামলা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে গাড়ি বোমা হামলা হয়েছে। তালেবান জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 01:47 PM
Updated : 24 April 2017, 01:47 PM

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সোমবার কাবুল সফরে থাকার সময়ে এ হামলা হল।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ‍মুবারেজ মোহম্মদ জাদরান বলেন, হামলাকারীরা ক্যাম্প চ্যাম্পম্যানের প্রবেশ পথে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। ওই গোপন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বাহিনী এবং  ব্যক্তিগত সামরিক ঠিকাদাররা অবস্থান করে।

তবে হামলার ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক কোনও খবর জানাতে পারেন নি তিনি।

জাদরান বলেন, “আমি মার্কিন ঘাঁটির কোনও একটি প্রবেশপথে গাড়ি বোমা হামলা হওয়ার কথা জানি। কিন্তু এ ব্যাপারে আমাদের বিস্তারিত কিছু জানার সুযোগ নেই।”

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন উইলিয়াম সালভিন গাড়িবোমা হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ হামলায় বহু আফগান হতাহত হয়েছে বলে ধারণা করছেন তিনি। তবে ঘাঁটির কোনও মার্কিন সেনা বা জোটের কোনও কর্মকর্তারা কেউ হতাহত হননি।

আফগানিস্তানে একটি সেনাঘাঁটিতে তালেবান হামলায় ১৪০ জনের বেশি সেনা নিহতের ঘটনার মাত্র তিনদিন পর মার্কিন ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটল।