ব্রেক্সিট বিলে রানি এলিজাবেথের সম্মতি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে সরকারের ‘ব্রেক্সিট’ বিল ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষে পাস হওয়ার পর এতে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

>>রয়টার্স
Published : 16 March 2017, 01:50 PM
Updated : 16 March 2017, 01:50 PM

বৃহস্পতিবার রানি বিলে সই করেন। স্পিকার জন বেরকাউ পার্লামেন্টে রানির সম্মতি পাওয়ার কথাটি ঘোষণা করেছেন।

এর ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে এখন যে কোনও সময় ইইউ  ত্যাগ করা নিয়ে আলোচনা শুরু করতে পারেন। যদিও তার মুখপাত্র গত সোমবার বলেছিলেন, মে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার জন্য এ মাস শেষের সময়সীমা পর্যন্ত অপেক্ষা করবেন।

প্রধানমন্ত্রী টেরিজা মে ৩১ মার্চের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়ে রেখেছেন।