তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল

প্রবল তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। ভারি তুষারপাতের কারণে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া ও ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 05:56 PM
Updated : 14 March 2017, 05:56 PM

হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজ। দেশজুড়ে মানুষজনকে আবহাওয়ার ভয়াবহতার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিটনে নির্ধারিত সফর পিছিয়ে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। সফরের পরবর্তী দিন ধার্য হয়েছে শুক্রবার।

দেশের অন্যান্য অঞ্চলেও ভারি তুষারপাত হয়েছে। উইসকনসিনে তুষারপাতের মধ্যে বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছে ৬০ বছরের বেশি বয়সী চারজন।

জরুরি অবস্থা জারি করে বিরূপ আবহাওয়ার এ সময়টিতে মানুষজনকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক ও নিউ জার্সির গভর্নর।