পশ্চিম মসুল থেকে বের হওয়ার সব সড়ক ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে

পশ্চিম মসুল থেকে বের হওয়ার শেষ প্রধান সড়কটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরাকি বাহিনী।

>>রয়টার্স
Published : 1 March 2017, 09:46 AM
Updated : 1 March 2017, 09:46 AM

বুধবার ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে ইরাকি বাহিনী এই সড়কটির নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন একজন জেনারেল ও স্থানীয় বাসিন্দারা।

এতে শহরটির ছোট হয়ে আসা একটি এলাকার মধ্যে আইএসের যোদ্ধারা আটকা পড়ে যাওয়ার পরিস্থিতিতে পড়েছে।

ইরাকি সেনাবাহিনীর নবম সাঁজোয়া ডিভিশনের এক জেনারেল টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তার ডিভিশন মসুলের ‘সিরিয়া গেইট’ থেকে এক কিলোমিটারের মধ্যে রয়েছে।

তিনি বলেন, “আমরা কার্যকরভাবে সড়কটি নিয়ন্ত্রণ করছি, এটি আমাদের নজরদারির মধ্য আছে।”

মসুলের বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে তারা ‘সিরিয়া গেইটের’ মহাসড়কটিতে চলাচল করতে পারছেন না। 

এই মহাসড়কটি মসুলকে ৬০ কিলোমিটার দূরের তাল আফারের সঙ্গে সংযুক্ত করেছে। সিরিয়া সীমান্তে অবস্থিত তাল আফার আইএসের অপর আরেকটি শক্ত ঘাঁটি।

আইএসের দখলে থাকা মসুলে অভিযান শুরু করার ১০০ দিন পরে জানুয়ারিতে পূর্ব মসুল পুনরুদ্ধার করে ইরাকি বাহিনী। পরে ১৯ ফেব্রুয়ারি তাইগ্রিস নদীর অপর পাড়ে পশ্চিম মসুলে অভিযান শুরু করে। 

পশ্চিম মসুলে আইএসকে পরাজিত করতে পারলে জঙ্গিগোষ্ঠীটির ইরাকের অংশটি চূর্ণ হয়ে যাবে। ২০১৪ সালে পশ্চিম মসুলের গ্রান্ড মসজিদ থেকেই আইএসের নেতা আবু বকর আল বাগদাদি ইসলামি খিলাফতের ঘোষণা দিয়েছিলেন।