ভণ্ড ক‌্যাথলিকদের চেয়ে নাস্তিক হওয়া ভালো: পোপ

খ্রিস্টানদের মধ‌্যে যারা মুখে ধর্মনিষ্ঠ জীবনের কথা বলে উল্টো কাজ করছেন, তাদের কঠোর সমালোচনা করেছেন ক‌্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 06:06 AM
Updated : 24 Feb 2017, 07:17 AM

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ক‌্যাথলিক হয়েও ভণ্ডামি করার চেয়ে নাস্তিক হওয়া ভালো- এটাই পোপের বক্তব‌্যের সার কথা।

পোপের ওই বয়ান বৃহস্পতিবার ভ‌্যাটিকান রেডিওতে সম্প্রচার করা হয়।

সেখানে পোপ ফ্রান্সিস বলেন, ক‌্যাথলিকদের মধ‌্যে যারা ভণ্ড, তাদের স্বীকার করতে হবে, “বলতে হবে- আমার জীবন খ্রিস্টানের নয়, আমি কর্মীদের ন‌্যায‌্য মজুরি দিই না, আমি মানুষের অবস্থার সুযোগ নেই, আমি অবৈধ ব‌্যবসা করি, আমি অর্থ পাচার করি, আমি দ্বিমুখী জীবন যাপন করি।”    

পোপ বলেন, ওই রকম জীবন যাপন করে কেলেঙ্কারির জন্ম দিয়েছেন এমন ক‌্যাথলিকের সংখ‌্যা অনেক। 

“আমারা সবাই বহুবার মানুষকে বলতে শুনেছি যে, ‘এই লোক যদি ক‌্যাথলিক হয়, তো নাস্তিক হওয়াও ভালো’।” 

২০১৩ সালে ভ‌্যাটিকানের দায়িত্ব নেওয়ার পর থেকে পোপ ফ্রান্সিস প্রায়ই তার অনুসারী ও ধর্মপ্রচারকদের উপদেশ দিয়ে আসছেন- জীবন যাপন করতে হবে সেইভাবে, যেমনটা তাদের ধর্মে বলা হয়েছে। 

 

রয়টার্স লিখেছে, পোপ ফ্রান্সিস যে তার অনেক পূর্বসূরির মত নাস্তিকদের প্রতি কট্টর মনোভাব পোষণ করেন না, তার প্রমাণ আগেও পাওয়া গেছে।

পোপ নির্বাচিত হওয়ার পর এক মাসের মধ‌্যেই তিনি বলেছিলেন, মানবজাতির সকলেই, এমনকি নাস্তিকরাও পরিত্রাণ পেতে পারে, যদি ইশ্বর চান। আর একজন নাস্তিক যদি ভালো কাজ করে, খ্রিস্টানদের উচিৎ তাকে ‘ভালো মানুষ’ হিসেবেই দেখা।