পাকিস্তানের লাহোরে বিস্ফোরণে নিহত ১০

পাকিস্তানের লাহোরে বিক্ষোভকারীদের ভিড়ের মধ্যে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

>>রয়টার্স
Published : 13 Feb 2017, 02:45 PM
Updated : 13 Feb 2017, 03:06 PM

পাকিস্তানের লাহোরে বিস্ফোরণে নিহত ১০

পাকিস্তানের লাহোরে প্রাদেশিক বিধানসভার কাছে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

পাকিস্তানের কেমিস্ট এবং ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারারস আয়োজিত একটি বিক্ষোভে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পাকিস্তানের ইংরেজি ভাষার ডন পত্রিকা এবং উর্দুভাষী দুবিয়া টিভি,  এ হামলায় ১০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে। আরও ৩০ জন আহত হওয়ার খবর জানিয়েছে ডন।

পাঞ্জাব পুলিশের মুখপাত্র নায়েব হায়দার বলেছেন, দৃশ্যত হামলাটিকে আত্মঘাতী হামলা বলে মনে হচ্ছে। তবে বিস্ফোরণটি আসলেই কি থেকে ঘটেছে তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।

পাকিস্তানি তালেবান শাখা জামাত-উর-আহরারের এক মুখপাত্র রয়টার্সের কাছে ফোনে হামলার দায় স্বীকার করেছেন।

এ দলটি গতবছর লাহোরে ইস্টার ডে তেও একটি হামলার দায় স্বীকার করেছিল। ওই হামলায় ৭০ জনেরও বেশি মানুষ মারা যায়।