ট্রাম্পের প্রাচীরের খরচ পড়বে ২১৬০ কোটি ডলার, লাগবে সাড়ে তিন বছর 

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে কাঁটাতারের বেড়া ও দেয়ালের সমন্বয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘প্রাচীর’ তৈরিতে খরচ পড়বে ২১৬০ কোটি ডলার। নির্মাণকাজ শেষ হতে সময় লাগতে পারে সাড়ে তিন বছর।

>>রয়টার্স
Published : 10 Feb 2017, 01:54 PM
Updated : 10 Feb 2017, 03:47 PM

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) একটি অভ্যন্তরীন প্রতিবেদনের ভিত্তিতে দেয়াল নির্মাণের এ আনুমানিক হিসাব দেওয়া হয়েছে।

প্রতিবেদনের এ হিসাবে প্রাচীর নির্মাণের অনুমিত খরচ ডনাল্ড ট্রাম্পের দাবির চেয়ে অনেক বেশি।

নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প দেয়াল তৈরিতে ১২শ’ কোটি ডলার খরচ হবে বলে দাবি করেছিলেন। আর  মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান ও সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল বলেছিলেন, এতে ১৫শ’ কোটি ডলার খরচ হতে পারে।

আগামী কয়েকদিনে প্রতিবেদনটি ডিএইচএস সেক্রেটারি জন কেলির কাছে পেশ করা হবে। তবে এ প্রতিবেদনের সুপারিশ অনুযায়ীই যে প্রশাসনকে দেয়াল বানাতে হবে, তা নয়।

ডিএইচএস এপ্রিল কিংবা মে মাসের মধ্যে কংগ্রেসের কাছ থেকে তহবিল পাবে এবং এর মধ্যে কাজের জন্য ঠিকাদার খুঁজে নিয়ে সেপ্টেম্বরের মধ্যে কাজ শুরু করারও যথেষ্ট সময় থাকবে বলেও প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয়েছে।