বিদ্যুৎ বিভ্রাটে ব্রাসেলসের একাংশ অন্ধকারে

বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি অংশ প্রায় দুই ঘণ্টা অন্ধকারে ডুবে ছিল।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2017, 06:02 AM
Updated : 10 Feb 2017, 06:02 AM

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে অন্ধকার সড়কে শুধু গাড়ির হেডলাইটগুলো দেখা যাচ্ছে।

বেলজিয়ামের বিদ্যুৎ কোম্পানি সিবেলগা এবং নেটওয়ার্ক অপারেটর এলিয়া, উভয়ের পক্ষ থেকেই নগরীর ইলেক্ট্রিক গ্রিডে ত্রুটির কথা নিশ্চিত করে মেরামতের কাজ শুরু হওয়ার কথা জানানো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে (জিএমটি ২১:৪৫) বিদ্যুৎ চলে যায়।

মূলত নগরীর সেন্ট-জোসে এলাকায় বিদ্যুৎ নেই বলে স্থানীয় একটি পত্রিকাকে জানিয়েছেন সিবেলগার মুখপাত্র ফিলিপ ম্যাসার্ট।

স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয় বলে জানায় সিবেলগা কর্তৃপক্ষ।

তবে কী কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।