বুলগেরিয়ায় জ্বালানিবাহী ট্রেনে বিস্ফোরণে নিহত ৫

বুলগেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিস্ফোরণ ঘটে পাঁচজন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2016, 08:57 AM
Updated : 10 Dec 2016, 02:49 PM

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বুলগেরিয়ার জরুরি বিভাগ ও পুলিশ, খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।

এ ঘটনায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় হিটরিনো গ্রামের ২০টি ভবন ধসে পড়েছে এবং ১২ জন আহত হয়েছেন বলে পুলিশের বরাতে জানিয়েছে রয়টার্স। 

অপরদিকে বুলগেরীয় বার্তা সংস্থা বিটিএ-র প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, দগ্ধ ও বিভিন্ন ধরনের আঘাতে আহত ২০ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সতর্কতার কারণে ঘটনাস্থলের আশপাশ থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে। 

ট্রেন লাইনচ্যুতির পর বিস্ফোরণে অন্তত ২০টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন পুলিশের অগ্নি-নিরাপত্তা ও বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র নিকোলাই নিকোলোভ। বিস্ফোরণের পর আগুন ধরে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আগুন নিয়ন্ত্রণে আনতে ও জীবিতদের উদ্ধারে প্রায় দেড়শ দমকল কর্মীকে মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

ট্রেনটিতে প্রোপেন-বিউটেন বা তরল প্রাকৃতিক গ্যাস বহন করা হচ্ছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।