ইরাকে আইএস নিয়ন্ত্রিত শহরে বিমান হামলায় বহু হতাহত

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত ইরাকি শহরে বিমান হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 04:40 AM
Updated : 8 Dec 2016, 04:40 AM

বিবিসি বলছে, সিরীয় সীমান্তের কাছাকাছি অবস্থিত আল-কাইম শহরে বুধবার বিকালে অজ্ঞাত যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়।

রাজধানী বাগদাদ থেকে ১৮৬ মাইল উত্তর-পশ্চিমে শহরটির অবস্থান।

ওই শহরে আইএস জঙ্গিদের মূল দপ্তর হিসেবে ব্যবহৃত একটি মসজিদকে লক্ষ করে হামলা চালানো হলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে আবাসিক ভবনগুলোতে আঘাত হানে।

হামলায় নিহতদের মধ্যে ১৯ জন নারী ও ১২ শিশুও রয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

আইএস সংশ্লিষ্ট আমাক সংবাদ সংস্থার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ওই হামলার পর হতাহতের চিত্র, যার শিরোনাম তারা দিয়েছে, আল-কাইমে “ইরাকি বিমানের মাধ্যমে চালানো গণহত্যা।”

ভিডিও ফুটেজে দেখা যায় প্রধান রাস্তার উপর রাখা গাড়িতে আগুন ধরে গেছে, ভবন ধসে গেছে। বেশ কয়েকটি শিশুর মরদেহও ওই ভিডিওতে দেখানো হয়।

আমাকের দাবি, বিমান হামলায় ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ইরাকের একজন আইন প্রণেতা জানিয়েছেন, তিনিও বিশ্বাস করেন, ইরাকি বিমান বাহিনী এই হামলা চালিয়েছে।

তবে এ ব্যাপারে ইরাকের সামরিক বাহিনী কিংবা সরকারের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকি সরকারকে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে। এই বহুজাতিক বাহিনীও আল-কাইম ঘিরে বিমান হামলা চালিয়েছে।

আল-আরাবিয়া টেলিভিশন হামলায় নিহতের সংখ্যা ৭০ বলে জানিয়েছে। তবে এই হামলা কারা চালিয়েছে তা জানায়নি টেলিভিশন চ্যানেলটি।