জয়ললিতার শোকে ভক্ত-সমর্থকদের মাথা মুণ্ডন

ভারতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার মৃত্যুর পর তার শোকার্ত ভক্ত-সমর্থকরা মাথা মুড়িয়ে তাদের প্রিয় ‘আম্মা’র প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 02:29 PM
Updated : 7 Dec 2016, 03:38 PM

সোমবার মধ্যরাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান ৬৮ বছর বয়সী জয়ললিতা। চিকিৎসকরা জানিয়েছেন, ‘কার্ডিয়াক অ্যারেস্টে’ তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইয়ের মারিনা বিচে জয়ললিতার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। লাখ লাখ মানুষ ওই অনুষ্ঠানে অংশ নেয়।

তুমুল জনপ্রিয় অভিনেত্রী থেকে দারুণ প্রভাবশালী রাজনীতিবিদে পরিণত হওয়া জয়ললিতার মৃত্যুতে রাজ্য সরকারের পক্ষ থেকে সাতদিনের শোক ঘোষণা করা হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় রীতি অনুযায়ী বাবা-মায়ের মৃত্যুর পর সন্তানরা মাথা মুড়িয়ে ফেলে।

বিবিসি’র খবরে বলা হয়, জয়ললিতার সমর্থকরা তার কবরের চারপাশ ঘিরে বসে লাইন ধরে মাথা মুড়িয়ে ‘আম্মা’র প্রতি শোক জানাচ্ছে।

৪৭ বছর বয়সী এক নারী কাঁদতে কাঁদতে সাংবাদিকদের বলেন, “আমরা তার কাছে কিছুই চাইনি। কিন্তু তিনি আমাদের সবকিছুর যত্ন নিয়েছেন।”