ইরাকে আত্মঘাতী বোমা হামলা

ইরাকের রাজধানী বাগদাদে শিয়া মুসলিম সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 27 Sept 2016, 10:00 AM
Updated : 27 Sept 2016, 10:00 AM

পুলিশ ও হাসপাতালসূত্রে এই তথ্য জানা গেছে।

বাগদাদের পূর্বাঞ্চলীয় আল-জাদিদায় একটি বাণিজ্যিক এলাকায় এই হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

চলতি বছর যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাকের সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত শিয়া আধা সামরিক বাহিনী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে একে একে সব অঞ্চল উদ্ধারের প্রেক্ষাপটে দেশটিতে বোমা হামলা বাড়িয়ে দিয়েছে আইএস জঙ্গিরা।

এরআগে জুলাইয়ে বাগদাদের কারাদার একটি বাজার এলাকায় কট্টর সুন্নি ইসলামপন্থি আইএসের বোমা হামলায় অন্ততপক্ষে ৩২৪ জন নিহত হয়েছেন। ২০০৩ সালে মার্কিন বাহিনীর কাছে সাদ্দাম সরকারের পতনের পর এটাই ছিল দেশটিতে সবচে প্রাণক্ষয়ী হামলা।

তবে ২০১৪ সালে দখল করার পর এখনো ইরাকের পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে আইএস। এসব অঞ্চলের মধ্যে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলও রয়েছে।