চীনা ফ্লাইটের জবাবে জঙ্গিবিমান ওড়াল জাপান

জাপানের দুইটি দ্বীপের মধ্যবর্তী একটি প্রণালীর উপর দিয়ে প্রথমবারের মত চীনা সেনাবাহিনীর আটটি বিমান উড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যুদ্ধবিমান উড়িয়েছে জাপান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 02:27 PM
Updated : 26 Sept 2016, 02:27 PM

জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়, খুব সম্ভবত চীনা বিমানগুলোর মধ্যে বোমারু বিমান, টহল বিমান ও একটি যুদ্ধবিমান ছিল।

বিমানগুলো ওকিনাওয়া ও মিয়াকোজিমা দ্বীপের মধ্যবর্তী মিয়াকো প্রণালীর উপর দিয়ে উড়ে যায়।

চীনা কর্তৃপক্ষ জানায়, এটি তাদের নিয়মিত মহড়ার অংশ ছিল। প্রায় ৪০টি বিমান এই মহড়ায় অংশ নিয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, চীনা বিমানগুলো জাপানের আকাশসীমা লঙ্ঘন করেনি। তবে তাদের গতিবিধি শক্তি প্রদর্শণের নামান্তর ছিল।

এ ঘটনার এক সপ্তাহ আগে জাপান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়ায় অংশ নেওয়ার ঘোষণা দেয়।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র জানান, তারা চীনা সেনাবাহিনীর গতিবিধি গুরুত্বের সঙ্গে লক্ষ্য করবেন।

তিনি বলেন, “টোকিও সর্বতোভাবে সতর্ক থাকবে এবং আন্তর্জাতিক ও প্রতিরক্ষা বাহিনীর আইনের ভিত্তিতে আকাশসীমায় অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেবে।”