ইরাকে জঙ্গি হামলায় নিহত ১২

ইরাকের তিকরিত শহরের উত্তরে পুলিশের একটি তল্লাশি চৌকিতে জঙ্গিদের হামলা ও শহরটির প্রবেশপথে একটি গাড়িবোমা বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 09:42 AM
Updated : 24 Sept 2016, 09:42 AM

শনিবার ভোরে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরাকি পুলিশ ও সামরিক বাহিনীর সূত্রগুলো।

২০১৫ সালের এপ্রিলে ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে তিকরিত পুনরুদ্ধারের পর রাজধানী বাগদাদ থেকে ১৫০ কিলোমিটার উত্তরের এই শহরটিতে এ ধরনের প্রথম হামলা এটি ।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা সালাহউদ্দিন অপারেশন্স কমান্ড ও পুলিশের সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় সময় ভোর প্রায় ৫টায় তল্লাশি চৌকিতে হামলা চালানো হয়। এখানে হামলাকারীদের গুলিতে চার পুলিশ কর্মকর্তা নিহত হন।

পুলিশের পাল্টা গুলিতে এক হামলাকারী জঙ্গিও নিহত হন।

অপর দুই জঙ্গি গাড়ি চালিয়ে শহরটির দিকে সাত কিলোমিটার এগিয়ে গিয়ে শহরপ্রান্তে তাদের পিকআপে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে আটজন নিহত ও ২৩ জন আহত হন বলে জানিয়েছে সূত্রগুলো। 

ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে তিকরিতের উত্তর দিকের প্রবেশ পথের কাছে দুটি ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে। তবে ছবিটির সত্যাসত্য নিশ্চিত করা যায়নি।

আইএসের কাছ থেকে শহরটি পুনরুদ্ধার করার পর থেকেই শহরটিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবৎ ছিল। এ হামলার পর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে পুলিশ।

ওই এলাকায় আরো হামলাকারী রয়ে গিয়েছে কিনা শেষ খবর পাওয়া পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।