আবারও প্যারোল পেতে ব্যর্থ লেননের খুনী

প্রখ্যাত সংগীতশিল্পী জন লেননের হত্যাকারী মার্ক ডেভিড চ্যাপম্যান আবারো প্যারোলে মুক্তি পেতে ব্যর্থ হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2016, 08:21 AM
Updated : 31 August 2016, 08:21 AM

বিবিসি বলছে, এই নিয়ে নয়বার তার প্যারোল আবেদন প্রত্যাখ্যাত হল।

৬১ বছর বয়সী চ্যাপম্যান ১৯৮০ সালে বিটলসের জনপ্রিয়শিল্পী জন লেননকে গুলি করে হত্যা করেন।

প্যারোল বোর্ডের কাছে চ্যাপম্যান তার অপরাধ স্বীকার করে একে “পূর্বপরিকল্পিত, স্বার্থান্ধ এবং  মন্দকর্ম” বলে অভিহিত করেন।

কিন্তু প্যারোল বোর্ড তার মুক্তি “সামাজিক কল্যাণের সঙ্গে বেমানান” এবং “আইনের প্রতি শ্রদ্ধার ভিত্তিকে দুর্বল করে দেবে” অভিমত প্রকাশ করে চ্যাপম্যানের আবেদন খারিজ করে দেয়।

লেননের হত্যাকারী মার্ক ডেভিড চ্যাপম্যান। ফাইলছবি: রয়টার্স

চ্যাপম্যানকে ১৯৮১ সালে সেকেন্ড ডিগ্রি খুনের অপরাধে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ম্যানহাটনের অ্যাপার্টমেন্ট ব্লকের বাইরে ৪০ বছর বয়সী লেননকে চারবার গুলি করা হয়।

২০১৮ সালের অগাস্টে চ্যাপম্যান পুনরায় প্যারোল পাওয়ার উপযুক্ত হবেন।

এরআগে ‘দ্য বিটলস’ তারকা জন লেননের হত্যাকারী চ্যাপম্যান বলেছিলেন, লেননকে হত্যা করা ঠিক হয়নি। এমনকি এই কাজের জন্য নিজেকে ‘নির্বোধ’ও বলছেন তিনি।