যুক্তরাষ্ট্রে ফের পুলিশের উপর হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের সান ডিয়াগোতে সড়কে গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্যজন গুরুতর আহত হয়েছে।

>>রয়টার্স
Published : 29 July 2016, 01:51 PM
Updated : 29 July 2016, 01:51 PM

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর কেউ জড়িত আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

হতাহত দুই পুলিশ কর্মকর্তা গ্যাং দমন বিভাগের সদস্য ছিলেন।

স্থানীয় একটি সংবাদ সংস্থার খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টার দিকে (০৬:০০ জিএমটি) সাউথক্রেস্টের এটি ট্রাফিক স্টপে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়।

তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পরদিন শুক্রবার সান ডিয়াগো পুলিশ বিভাগের পক্ষ থেকে টুইটারে জানানো হয়, “খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি, আজ রাতে আমাদের একজন কর্মকর্তার মৃত্যু হয়েছে।”

“অন্য একজন কর্মকর্তার অস্ত্রপচার হয়েছে। তিনি বেঁচে যাবেন বলে আমরা আশা করছি।”

পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের মৃত্যুর জের ধরে সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশের উপর হামলা বেড়ে গেছে।

এ মাসেই ডালাস ও ব্যাটন রুজে বন্দুকধারীদের গুলিতে মোট আট পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।

যার পরিপ্রেক্ষিতে পুলিশ অধিদপ্তরের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।