২৯ আরোহী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজ নিখোঁজ

ভারতের বিমান বাহিনীর (আইএএফ) একটি উড়োজাহাজ ২৯ জন আরোহী নিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2016, 09:19 AM
Updated : 22 July 2016, 12:59 PM

এনডিটিভি বলছে, এএন-৩২ মডেলের উড়োজাহাজটি শুক্রবার সকাল সাড়ে ৮টার পর চেন্নাইয়ের কাছে তাম্বারাম বিমান ঘাঁটি থেকে উড়াল দেয়। বেলা ১১টা ২০ মিনিটে সেটির আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর কথা ছিল।

কিন্তু উড্ডয়নের ১৫ মিনিট পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাইলট সর্বশেষ বলেছিলেন, “সবকিছু স্বাভাবিক আছে।”

৯টা ১২ মিনিটে উড়োজাহাজটি রাডার থেকে হারিয়ে যায়। ওই সময় সেটি চেন্নাইয়ের ২৮০ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল।

বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন, খুব সম্ভবত বিমানটি ২৩ হাজার ফুট উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছিল।

আরোহীদের মধ্যে ছয় জন ক্রু, আটজন বেসামরিক নাগরিক বা পরিবারের সদস্য, বিমান বাহিনীর ১১ সদস্য, সেনাবাহিনীর দুই সদস্য এবং একজন উপকূলরক্ষী ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতীয় বিমান বাহিনী, নৌবাহিনী এবং উপকূলরক্ষীরা উড়োজাহাজটির খোঁজে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে।

নৌবাহিনী ও উপকূলরক্ষীদের ১২টির বেশি জাহাজ বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে। অনুসন্ধানের জন্য একটি সাবমেরিন ওই এলাকার দিকে যাত্রা করেছে।

এছাড়া নৌবাহিনী বঙ্গোপসাগরে অনুসন্ধানী বিমান পাঠিয়েছে।  পর্যবেক্ষণকারী ছোট বিমানও ওই অঞ্চলে তল্লাশি শুরু করেছে।

ভারতের বিমান বাহিনীতে শতাধিক এএন-৩২ মডেলের উড়োজাহাজ রয়েছে। এ ধরনের উড়োজাহাজ একবার জ্বালানি নিয়ে টানা চার ঘণ্টা উড়তে পারে।