মালয়েশিয়ায় পানশালায় গ্রেনেড হামলায় আহত ৮

মালয়েশিয়ার পুচং শহরের একটি পানশালায় (বার) চালানো গ্রেনেড হামলায় চীনা নাগরিকসহ আটজন আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 28 June 2016, 07:04 AM
Updated : 28 June 2016, 07:04 AM

মঙ্গলবার সকালে চালানো এ হামলায় সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছে পুলিশ। 

সকালে রাজধানী কুয়ালালামপুর সংলগ্ন শহরটির মোভিদা পানশালায় বসে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা দেখছিলেন ক্রেতারা। এ সময় হামলাটি চালানো হয়। 

সেলানগর রাজ্য পুলিশের উপপ্রধান আব্দুল রহিম জাফর জানিয়েছেন, ব্যবসায়িক দ্বন্দ্ব, প্রতিশোধ বা টার্গেট কিলিং হামলার উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, “হামলার সঙ্গে কারা জড়িত তা বের করতে তদন্ত করছি আমরা। তবে হামলার মোটিভ ব্যবসায়িক দ্বন্দ্ব, প্রতিশোধ বা যারা আহত হয়েছেন তাদের একজন বা একাধিকজনকে হত্যার লক্ষ্যে হয়ে থাকতে পারে।”

২০১৪ সালে কুয়ালালামপুরের একটি পানশালার বাইরে একই ধরনের বোমা হামলায় ১ জন নিহত ও ১২ জন আহত হয়েছিলেন।