জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা মুসলিমদের জন্য নয়: এরদোয়ান

মুসলিম কোনো পরিবারের জন্মনিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা গ্রহণ করা উচিৎ নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান।

>>রয়টার্স
Published : 31 May 2016, 04:30 AM
Updated : 31 May 2016, 09:17 AM

সোমবার দেওয়া এক বক্তব্যে তিনি পুনর্বার ধর্মপ্রাণ মুসলিমদের অধিক সন্তান গ্রহণের আহ্বান জানান।

ইস্তাম্বুলে দেওয়া ওই ভাষণে তিনি বলেন, “আমরা আমাদের বংশধরের সংখ্যা বাড়াবো। তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, জন্মনিয়ন্ত্রণের কথা বলে। কোনো মুসলিম পরিবারের এ ধরনের পথ অনুসরণ করা উচিৎ নয়।”

এখানে ‘তারা’ বলতে তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি ইঙ্গিত করেছেন।

তিনি আরো বলেন, “আল্লাহর কাজে কেউ হস্তক্ষেপ করতে পারে না। আর এক্ষেত্রে মায়েদের উপরই প্রথম দায়িত্ব বর্তায়।”

তুরস্কের যুব ও শিক্ষা ফাউন্ডেশন সেবা সংক্রান্ত এক ভাষণে এরদোয়ান জোর দিয়ে বলেন, “আমরা আল্লাহ এবং প্রিয় নবীর দেখানো পথ অনুসরণ করবো।”

তার এই ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

পশ্চিমা লিঙ্গ সমতার ধারণা প্রত্যাখ্যান ও নারীদের কতজন সন্তান থাকা উচিৎ এসব বিষয়ে বিভিন্ন সময়ে দেওয়া এরদোয়ানের বক্তব্যের তীব্র সমালোচনা করে থাকে নারী অধিকার গোষ্ঠী এবং বিরোধী রাজনীতিবিদরা।

তুর্কি প্রেসিডেন্ট ইতিপূর্বে বেশ কয়েকবার গর্ভপাত বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন। গর্ভপাতকে তিনি ‘খুন’ বলে অভিহিত করেন।