ভেনেজুয়েলায় গুলিতে নিহত ১১

ভেনেজুয়েলায় বন্দুকধারীদের গুলিতে তিন কিশোর ও কলম্বীয় এক নাগরিকসহ ১১ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 03:54 AM
Updated : 30 May 2016, 03:54 AM

শনিবার পশ্চিমাঞ্চলীয় ত্রুজিল্লো রাজ্যে এ ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি।

কর্মকর্তারা জানান, অজ্ঞাত হামলাকারীরা এসব লোকজনকে বাড়ি থেকে বের করে এনে গুলি করে, তারপর গাড়ি ও মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। 

এনজিওগুলো জানিয়েছে, তেলের দাম পড়ে যাওয়ায় চাপের মধ্যে থাকা অর্থনীতির কারণে ভেনেজুয়েলায় অপরাধের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

গত বছর ‘ভেনেজুয়েলান অবজারভেটরি অব ভায়োলেন্স’ গোষ্ঠীর প্রকাশিত প্রতিবেদনে, ২০১৪ সালে সহিংসতার শিকার হয়ে দেশটিতে ২৪ হাজার ৯৮০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে বলে জানানো হয়।

এ তথ্যানুযায়ী ওই বছর দেশটির প্রতি এক লাখ মানুষের মধ্যে ৮২ জন খুন হয়েছেন। এ সংখ্যা ২০১৩ সালের তুলনায় একটু বেশি, ওই বছর প্রতি লাখে ৭৯ জন খুন হয়েছিলেন।

অবজারভেটরি অব ভায়োলেন্স জানিয়েছে, এই রকম পরিসংখ্যান সাধারণত যুদ্ধরত দেশেই দেখা যায়।

তবে এনজিওটির এই তথ্যের সঙ্গে ভেনেজুয়েলা সরকার দ্বিমত পোষণ করে বলেছে, খুনের সংখ্যা আরো অনেক কম।