স্ত্রীর ডেলিভারি করায় পুরুষ ডাক্তারকে গুলি!

পুরুষ ডাক্তারের হাতে স্ত্রীর শিশুসন্তান ডেলিভারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ডাক্তারকে গুলি করে গ্রেপ্তার হয়েছেন সৌদি আরবের এক নাগরিক।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2016, 04:44 PM
Updated : 27 May 2016, 04:44 PM

ওই ব্যক্তির মতে, তার স্ত্রীর বাচ্চা হওয়ার সময় সেখানে কেবল নারী গাইনি ডাক্তারই থাকা উচিত ছিল। পুরুষ ডাক্তারের সেখানে থাকার কোনও অধিকার নেই।

ঘটনাটি ঘটেছে এপ্রিলে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ মেডিকেল সিটিতে। সেখানে মুহান্নাদ আল জাবন নামক এক জর্ডানি ডাক্তার এক নারীর বাচ্চা ডেলিভারি করেন।

সৌদি একটি নিউজ সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পরপরই ওই নবজাতকের বাবা হাসপাতালে গিয়ে সেই ডাক্তারের সঙ্গে দেখা করতে চান তাকে ধন্যবাদ দেওয়ার কথা বলে।

এরপর হাসপাতালের বাগানে ডাক্তার মুহান্নাদের সঙ্গে দেখা করে কথাবার্তা বলার এক পর্যায়ে সাথে থাকা বন্দুক বের করে তার বুকে গুলি চালান সদ্য বাচ্চার বাবা হওয়া ওই ব্যক্তি। গুলি করে পালিয়ে যাওয়ার পর  পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আর গুলিতে আহত ডাক্তার মুহান্নাদকে দ্রুত নেওয়া হয় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে। তার অবস্থা স্থিতিশীল বলে পরবর্তীতে জানান হাসপাতালের মুখপাত্র।