সিংহের সঙ্গে হাত মেলানোর চেষ্টা!

ভারতের হায়দ্রাবাদ শহরে মাতাল এক ব্যক্তি সিংহের সঙ্গে হাত মেলানোর ইচ্ছায় চিড়িয়াখানার সিংহের খাঁচায় লাফ দেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2016, 08:22 AM
Updated : 24 May 2016, 08:22 AM

তবে ‘সিংহের সঙ্গে হাত মেলানোর’ আগেই চিড়িয়াখানার এক কর্মী তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

এনডিটিভি বলছে, মঙ্গলবার হায়দ্রাবাদের নেহেরু জুলোজিক্যাল পার্ক চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।

উদ্ধার পাওয়া ৩৫ বছর বয়সী মুকেশ রাজস্থানের সিকর জেলার বাসিন্দা। তিনি স্থানীয় মেট্রো রেলে একজন শ্রমিক হিসেবে কাজ করেন।

নেহেরু জুলোজিক্যাল পার্কের কিউরেটর শিভানি দোগরা জানান, নিরাপত্তা কর্মীদের হুঁশিয়ারি উপেক্ষা করে মুকেশ আফ্রিকান সিংহটির খাঁচার বাধা অতিক্রম করে ভিতের লাফ দেন।

তিনি বলেন, “সিংহীটি (রাধিকা) খাঁচার ভিতরেই ছিল। কিন্তু মুকেশকে সিংহীটির দেখভালের দায়িত্বে নিয়োজিত পাপাইয়া অক্ষত অবস্থায় বের করে নিয়ে আসেন।”

তিনি আরও জানান, ভিতরে লাফ দেওয়ার পর সিংহিটি মুকেশের দিকে এগিয়ে এসেছিল, কিন্তু পাপাইয়া তাকে বিরত করেন। 

“প্রাথমিক তদন্তে দেখা যায় মুকেশ মাতাল অবস্থায় সিংহের কাছে যাওয়ার জন্য ভিতরে লাফ দেন। তাকে বাহাদুরপুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”