সমুদ্রগর্ভে বিলীন ৫ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ

সমুদ্রস্তর বেড়ে যাওয়ার কারণে ছোট ৫ টি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ বিলীন হয়ে গেছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2016, 01:39 PM
Updated : 10 May 2016, 02:30 PM

এই দ্বীপগুলো ছিল সলোমন দ্বীপপুঞ্জে। সেখানে কোনও জনবসতি ছিল না।

কিন্তু জনবসতি আছে এমন আরও ৬ টি দ্বীপ খুঁজে পাওয়া গেছে, যে দ্বীপগুলোর বিস্তীর্ণ অঞ্চলও সমুদ্রে তলিয়ে যাওয়ার ঝুঁকির মুখে আছে। এতে করে ধ্বংস হয়ে যাবে দ্বীপগুলোর সব গ্রাম।

প্রশান্ত মহাসাগরীয় উপকূল এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবের এটিই প্রথম বৈজ্ঞানিক প্রমাণ, বলছেন গবেষকরা।

‘এনভায়রনমেন্টাল রিসার্চ লেটারস’ এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ পেয়েছে। গবেষণায় ১৯৪৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিমান থেকে এবং স্যাটেলাইটে তোলা ৩৩ টি দ্বীপের ছবি পর্যবেক্ষণ করা হয়। সেইসঙ্গে পর্যালোচনা করা হয় দ্বীপগুলোর ঐতিহাসিক পটভূমি এবং স্থানীয় তথ্য-উপাত্ত।

এতে দেখা গেছে, এ দ্বীপগুলোতে গত দুই দশক ধরে প্রতিবছর ১০ মিলিমিটার হারে (০.০৪ ইঞ্চি) সমুদ্রস্তর বেড়েছে। আর প্রায় ৭০ বছর ধরে ক্ষয়ে গেছে সলোমন দ্বীপের উপকূলীয় এলাকাগুলো।

বিবিসি জানায়, বিলীন হয়ে যাওয়া ৫ টি দ্বীপ ৫ হেক্টর (১২ একর) আয়তনের ছিল। দ্বীপগুলো জনবসতিপূর্ণ না থাকলেও জেলেরা সেখানে মাছ ধরতে যেত।

আর অন্য ৬ টি দ্বীপের মধ্যে নুয়াতাম্বু নামক একটি দ্বীপের ভূমি অনেকটাই ক্ষয়ে গেছে। দ্বীপটিতে ২৫ টি পরিবারের বাস। গবেষকরা বলছেন, ২০১১ সাল থেকে দ্বীপটির ১১ টি বাড়ি এবং বাসযোগ্য অর্ধেক এলাকাই বিলীন হয়ে গেছে।