মার্কিন সিরিয়াল কিলার ফ্রাঙ্কলিন দোষী

দীর্ঘ বিশ বছর ধরে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একজন সাবেক বর্জ্য সংগ্রাহককে অবশেষে দোষী সাব্যস্ত করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2016, 04:30 AM
Updated : 6 May 2016, 04:30 AM

বিবিসি বলছে, ‘গ্রিম স্লিপার’ নামে পরিচিত ওই সিরিয়াল কিলার ১০ জনকে হত্যা করেন।

ওই খুনির আসল নাম লোনি ডেভিড ফ্রাঙ্কলিন জুনিয়র।

ওই বর্জ্য সংগ্রাহক ফ্রাঙ্কলিন ৯ জন নারী ও ১৫ বছরের এক কিশোরীকে ১৯৮৫ থেকে ২০০৭ সালের মধ্যে খুন করেন। তিনি হত্যার পর মৃতদেহগুলো বর্জে্যর সাথে মিশিয়ে ফেলতেন।

আইন কর্মকর্তা জানিয়েছেন ৬৩ বছর বয়সী ফ্রাঙ্কলিন জুনিয়র অসহায় কৃষ্ণাঙ্গ তরুণীদেরকেই গুলি কিংবা শ্বাসরোধে হত্যার জন্য বেছে নিতেন।

লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র আদালতে দুই মাস শুনানির চলার পর ফ্রাঙ্কলিন দোষী সাব্যস্ত হন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

১৯৮৮ সালে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগেও ফ্রাঙ্কলিন দোষী সাব্যস্ত হয়েছেন। ওই নারী গুলিবিদ্ধ হয়ে, ধর্ষণের শিকার হয়ে এবং একটি গাড়ি থেকে ফেলে দেওয়ার পরও বেঁচে যান।

আদালতে যখন খুনি ফ্রাঙ্কলিনকে দোষী সাব্যস্ত করে রায় পাঠ করা হচ্ছিল তখন তার মাঝে কোনো আবেগ লক্ষ্য করা যায়নি বলে আদালতের প্রতিবেদনে বলা হয়েছে।