অস্ট্রেলিয়ায় বিরল বেগুনি হীরার সন্ধান

অস্ট্রেলিয়ার একটি খনিতে বিরল বেগুনি রঙের হীরা পাওয়া গেছে। এ যাবৎ সন্ধান পাওয়া এ ধরনের হীরাগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 02:27 PM
Updated : 3 May 2016, 05:26 PM

২০১৫ সালের অগাস্টে অস্ট্রেলিয়ার পশ্চিমের প্রত্যন্ত অঞ্চলের আরগাইল খনিতে হীরাটি পাওয়া যায় বলে জানিয়েছে এনডিটিভি।

এখন পর্যন্ত বিশ্বে যতগুলো গোলাপি ও লাল রঙের হীরা পাওয়া গেছে তার ৯০ শতাংশের বেশিই এ খনি থেকে আবিষ্কার হয়েছে।

বেগুনি রঙের হীরাটির প্রকৃত ওজন ছিল ৯ দশমিক ১৭ ক্যারেট। কয়েক সপ্তাহের পরিমার্জনের পর ডিম্বাকৃতির পলিশ হীরাটির ওজন দাঁড়ায় ২ দশমিক ৮৩ ক্যারেটে।

আরগাইল ডায়মন্ড মাইনের মালিক যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া ভিত্তিক রিও টিনটো গ্রুপ।

রিও টিনটো ডায়মন্ডের সেলস বিভাগের ম্যানেজার প্যাট্রিক কোপেন্স বলেন, “বেগুনি হীরা প্রকৃতিতে অত্যন্ত বিরল। আরগাইলে পাওয়া হীরাটি তার সৌন্দর্য্য, আকার ও রঙের কারণে বিশ্বে এর চাহিদা ব্যাপক।”

রিও টিনটোর পক্ষ থেকে এখনও হীরাটির আর্থিক মূল্য নির্ধারণ করা হয়নি।

রিও টেনটো জানায়, ৩২ বছরে আরগাইল খনি থেকে তারা বেগুনি রঙের মাত্র ১২ ক্যারেট পোলিশ হীরার যোগান দিতে পেরেছে।