৪ ফুট লম্বা ‘দানব ইঁদুরের’ সন্ধান!

চার ফুট লম্বা ইঁদুর! কল্পনা করাও কঠিন। কিন্তু লন্ডনে বাচ্চাদের একটি খেলার মাঠে খুঁজে পাওয়া গেছে এমনই এক দানব আকৃতির ইঁদুর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2016, 02:52 PM
Updated : 11 March 2016, 03:04 PM

বৃহস্পতিবার গ্যাস ইঞ্জিনিয়ার টনি স্মিথ মধ্য লন্ডনের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে কাজ করার সময় বিশাল আকৃতির ওই ইঁদুরটি দেখতে পান।

‘দ্য টেলিগ্রাফ’ জানায়, এটি একটি বেড়াল কিংবা জ্যাক রাসেল কুকুরের চেয়েও বড় আকৃতির ইঁদুর এবং এটি লম্বায় একটি চার ফুট শিশুর সমান। যেখানে গড়ে একটি ইঁদুরের দেহের দৈর্ঘ্য ৯ থেকে ১১ ইঞ্চি এবং লেজ ৭ থেকে ৯ ইঞ্চি হয়ে থাকে।

খেলার মাঠের পাশে ঘাসের মধ্যে ২৫ পাউন্ডের বেশি ওজনের ওই ইঁদুরটি ‍মৃত পড়ে ছিল।

স্মিথ বলেন, “আমি জীবনে কখনও এত বড় ইঁদুর দেখিনি। আমার একটি পোষা বিড়াল ও একটি জ্যাক রাসেল আছে। ওই দুটোকে একসঙ্গে রাখলেও এটির সমান বড় হবে না।”

“আমার মনে হয় এটি প্রায় চার ফুট লম্বা। আমি ও আমার বন্ধু এটিকে ডাস্টবিনে ফেলতে যাচ্ছিলাম। হঠাৎ মনে হল এর ছবি তুলে রাখলে ভাল হয়। না হলে লোকজন একে সত্যি বলে বিশ্বাস করবে না।”