২০১৫ সালে আফগানিস্তানে হতাহত ১১,০০২

আফগানিস্তানে সহিংসতা ও সংঘর্ষে ২০১৫ সালে হতাহতের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে বলে জানানো হয়েছে এক জাতিসংঘ প্রতিবেদনে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 05:30 PM
Updated : 14 Feb 2016, 05:30 PM

বিবিসি জানায়, ২০১৫ সালে আফগানিস্তানে মোট ১১ হাজার ২ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এর মধ্যে নারীর সংখ্যা বেড়েছে ৩৭ শতাংশ আর শিশু ১৪ শতাংশ।

আফগান সরকার হামলার লক্ষ্য হিসাবে বেসামরিক নাগরিকদের বিশেষ করে ত্রাস সৃষ্টির জন্য নারীদের বেছে নেওয়ার জন্য তালেবান জঙ্গিদেরকে দায়ী করেছেন।

২০১১ সালের পর আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর এবং ২০১৪ সালে নেটো মিশন শেষের পর দেশটিতে বছরে বছরে বেড়েছে বেসামরিক নাগরিক মৃত্যু।

জাতিসংঘ প্রতিবেদনে জনবহুল এলাকাগুলোর ভেতরে বাইরে স্থলযুদ্ধ ছাড়াও বিভিন্ন শহরে আত্মঘাতী বোমা হামলা ও অন্যান্য হামলায় অন্তত ৩,৫৪৫ জন নিহত এবং ৭,৪৫৭ জন আহত হওয়ার পরিসংখ্যান দেওয়া হয়েছে। ২০৪ সালের তুলনায় এ হার ৪ শতাংশ বেশি।