বিমান ভূপাতিত করা নিয়ে রাশিয়া-তুরস্ক বাকযুদ্ধ

সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া ও তুরস্ক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2015, 02:24 PM
Updated : 27 Nov 2015, 03:07 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুর্কি বাহিনীর বিমান ভূপাতিতের ঘটনার যে সমালোচনা করেছেন তা ‘মেনে নেওয়া যায় না’ বলে টিভিতে এক বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান।

ঘটনাটিকে কেন্দ্র করে ‘আগুন নিয়ে না খেলা’র জন্য পুতিনকে সতর্ক করেছেন তিনি। তবে তুরস্ক রাশিয়ার সঙ্গে স্পর্ক ক্ষতিগ্রস্ত করতে চায় না বলেও জানান এরদোয়ান।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক করার আশা প্রকাশ করেছেন এরদোয়ান।

তিনি বলেন, “আমি তার (পুতিন) সঙ্গে মুখোমুখি কথা বলতে চাই এবং বিষয়টি একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে চাই। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে দেখে আমরা বিরক্ত।”

ওদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার বলেছেন, যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। এতে তুরস্কের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, তুরস্ক সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বলেই রাশিয়া মনে করে।

মঙ্গলবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগে রুশ এসইউ-২৪ বোমারু বিমানটিকে গুলি করে ভূপাতিত করে তুর্কি বিমান বাহিনী।

এ ঘটনার জন্য ক্ষমা চাওয়ার রাশিয়ার দাবি এরই মধ্যে অগ্রাহ্য করেছে তুরস্ক।